কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বিপদে-আপদে আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। এটাই বিএনপি-যুবদলের রাজনীতি। দলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, কোনো অনুপ্রবেশকারীকে স্থান দেওয়া যাবে না- এটা সকল নেতাকর্মীকে খেয়াল রাখতে হবে। আমাদের সাধারণ মানুষের মন জয় করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। কোনো অন্যায় করা যাবে না। আওয়ামী লীগের সাথে কোনো আপস করা যাবে না। আমরা মানুষের জন্য কাজ করছি। সুতরাং অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। কারো সাথে জোর-জবরদস্তি করে রাজনীতি করা যাবে না।
গতকাল রবিবার দুপুরে নগরে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে সারাদেশে জেলাভিত্তিক দিকনির্দেশনামূলক কর্মসূচির ধারাবাহিকতায় এই লিফলেট বিতরণ করা হয়।
মহানগরীর অলংকার, একে খান মোড় ও বায়েজিদ থানার শেরশাহ এলাকায় পৃথক পৃথকভাবে দলের নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট বিতরণকালে প্রধান অতিথি ছিলেন নুরুল ইসলাম নয়ন।
একই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস কে ফয়সাল, সাইফুর রহমান শপথ, নগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি শাহেদ আকবর, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, আবদুল করিম, অরূপ বড়ুয়া, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, সেলিম উদ্দীন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, জাফর আহমেদ খোকন, তানভীরুক, মহিউদ্দিন মুকুল, সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান বাবুল, জহিরুল ইসলাম জহির, গুলজার হোসেন মিন্টু, থানা যুবদলের সাবেক আহব্বায়ক গিয়াস উদ্দিন টুনু, বজল আহমেদ, মোশাররফ আমিন সোহেল, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম মঞ্জু, শওকত খান রাজু, হাবিব উল্লাহ খান রাজু, সাইফুল আলম রুবেল, সাজ্জাদ আহমেদ সাদ্দাম প্রমুখ। বিজ্ঞপ্তি