রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া পূর্ব কোদালা সন্দীপ পাড়া ব্রাদার্স স্কোয়াডের আয়োজনে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার (৩০) ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ও রাঙ্গুনিয়া কলেজের সাবেক ভিপি ও রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক ভিপি আনছুর উদ্দীন। এতে উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আবু বক্কর। কোদালা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. সাইফুল ইসলাম দুলাল, ইকবাল হোসেন দিলো, জহিরুল ইসলাম, ছাত্রদলের নেতা মোহাম্মদ আবুল মনসুর, ওমর ফারুক রাহাত, ছাত্রদলের দপ্তর সম্পাদক ওমর ফারুক, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ ইউসুফ ইমরান,মোঃ ওমর ফারুক, ছাত্রদল নেতা এনাম হোসেন জীবন। খেলায় আরো যারা সার্বিক সহযোগিতা করেছেন মো.জিহাদ, রিদয়, জিসান, ফয়সাল, নকিব,আজিজ শাকিল,আলামিল, ইব্রাহিম, সেজান, সিয়াম, জাহেদ, ফাহিম প্রমুখ। ফাইনাল খেলায় এস এফ কিংস্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিংহ ঘোনা ইয়াং স্টার ক্লাব।