পূর্বদেশ ডেস্ক
কোটা আন্দোলনে সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল মঙ্গলবার সারাদেশে শোক পালন করা হচ্ছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এ শোক পালিত হয়। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হয়।
গতকাল রাজধানীতে সচিবালয়ে আইন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ পরে অফিস করছেন।
এছাড়া নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজন করা হয়। মন্দির-গির্জা-প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা হয়। এ উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দোয়া মাহফিল করা হয়।
উল্লেখ্য, গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত হয়েছিল।