ক্রীড়া প্রতিবেদক
আরাফাত রহমান কোকো স্মৃতি চট্টগ্রাম বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি।
টুর্নামেন্টকে স্বাগত জানিয়ে গতকাল ২ জানুয়ারি বৃহস্পতিবার নগরীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি যা দুপুর ২টায় চট্টগ্রাম নাসিমন ভবন চত্বর থেকে শুরু হয়ে নিউমার্কেট, কোতোয়ালী মোড়, আন্দর কিল্লা, দেওয়ান বাজার, চকবাজার, মেডিকেল, মেহেদী বাগ ও আল মাস সিনেমা হয়ে আবার দলীয় অফিসে এসে শেষ হয়।
র্যালিতে স্বত:স্ফুর্ত অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহŸায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ, সদস্য সচিব মোঃ নাজিমুর রহমান, আরাফাত কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহŸায়ক সাবেক কাউন্সিলর নিয়াজ মো: খান, সদস্য সচিব আহমেদুল আলম চৌধুরী রাসেল, মহানগর বিএনপি যুগ্ন আহবায়ক, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজিম উদ্দিন, কাজী বেলাল , হারুন জামাল, আর ইউ চৌধুরী শাহিন, ইয়াসিন চৌধুরী লিটন, খোরশেদ আলম, মোহাম্মদ হাসেম ইকবাল চৌধুরী, একে খান, ইসমাইল বালী প্রমুখ। উল্লেখ্য, আগামী ৪ জানুয়ারি শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিতব্য আরাফাত রহমান কোকো স্মৃতি চট্টগ্রাম বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের এই ম্যাচে অংশগ্রহন করবে লাল দল ও সবুজ দল।
চট্টগ্রাম মহানগর নিয়ে লাল দল এবং উত্তর জেলা নিয়ে গঠিত সবুজ দলের হয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা মাঠে নামবেন। ম্যাচে বিজয়ী দল পরবর্তীতে ঢাকায় চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। আজ ৩ জানুয়ারি শুক্রবার চলবে নগরীব্যাপী প্রচারনা (পোষ্টার ও রিফলেট বিতরণ)।