কৈবল্যনাথের মোহন্ত দিলীপ চক্রবর্ত্তীর তিরোধান উৎসব আজ

1

শ্রীশ্রীকৈবল্যনাথের পঞ্চম মোহন্ত মহারাজ শ্রীমৎ দিলীপ চক্রবর্ত্তীর ৭ম তিরোধান তিথি উপলক্ষে আজ ১৮ নভেম্বর থেকে হাটহাজারীর নন্দীরহাট সংলগ্ন সমাধি পীঠ প্রাঙ্গণে দুদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানমালায় রয়েছে- আজ বিকাল ৪টা হতে ঠাকুরের বেদবাণী পাঠ, ঠাকুর-প্রসঙ্গ, অধিবাস, সত্যনারায়ণ পূজা ও অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন। ১৯ নভেম্বর মঙ্গলারতি, সমাধি পীঠ স্নান, বাল্যভোগ, রাজভোগ, মহাপ্রসাদ বিতরণ, সত্যনারায়ণ পূজা ও হরিনাম সংকীর্তনের পূর্ণাহুতি। পৌরহিত্য করবেন সুভাষ চক্রবর্ত্তী। হরিনাম পরিবেশন করবেন চট্টগ্রামের শ্রীরাম স¤প্রদায়, শ্রীশ্রী মহানাম স¤প্রদায়, শ্রীজগন্নাথ স¤প্রদায় ও যশোরের শ্রীগৌরাঙ্গ সম্প্রদায়। বিজ্ঞপ্তি