কেসিএ ক্লাসিক্যাল টি২০ ক্রিকেটের ফাইনাল আজ

23

কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন কর্ণফুলী ক্রিকেট অ্যাকাডেমি (কেসিএ) আয়োজিত কেসিএ ক্লাসিক্যাল টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আজ শুরুবার দুপুর দুইটায় চরপাথরঘাটস্থ নিজস্ব মাঠে শুরু হবে। ফাইনালে শিরোপার জন্য লড়বে আনেয়ারা ক্রিকেট অ্যাকাডেমি ও উদীয়মান ক্রিকেট অ্যাকাডেমি। খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করবেন চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ ছাবের আহেম্মদ। এতে বিশেষ অতিথি থাকবেন দৈনিক পূর্বদেশ’র ক্রীড়া সম্পাদক সাইফুল্লাহ্ চৌধুরী।
কর্ণফুলী ক্রিকেট অ্যাকাডেমির ১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত গত ৬ জানুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্ট সম্পর্কে সংগঠনটির প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আহম্মদ জানান, স্বাধীনতা কাপ, বিজয় দিবস, মাতৃভাষা দিবস, এলাকার মরহুম ক্রীড়া ব্যক্তিত্বদের স্মরণে বিভিন্ন টুর্নামেন্টের ন্যায় বিভিন্ন অ্যাকাডেমির অংশগ্রহণে ১৫-১৬ বছরের ছেলেদের নিয়ে বয়স ভিত্তিক চিটাগাংস্টার কেসিএ টি১০ ক্রিকেট টুর্নামেন্ট নামে আরো একটি টুর্নামেন্ট আগামী মাসের ১ম সপ্তাহে শুরু করতে যাচ্ছে এবং এ ধরনের টুর্নামেন্ট আমাদের অ্যাকাডেমিতে চলমান থাকবে। আমাদের লক্ষ্য ‘জিতবে ক্রিকেট স্বপ্ন কর্ণফুলীর’। গ্রামের আনাছে কানাছে অযন্তে অবহেলিত প্রতিভাবান ছেলেদের তুলে আনতে কেসিএ’র এ ধরনের পদক্ষেপ ও লক্ষ্য অবধারিত থাকবে। তিনি আজকের ফাইনালে সবাইকে আমন্ত্রণ জানান।