কেলিশহর-ধলঘাট ইউনিয়ন এলডিপির প্রস্তুতি সভা

1

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির কেলিশহর ও ধলঘাট ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ধলঘাটে ইউনিয়নের উত্তর সমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ধলঘাট ইউনিয়ন এলডিপির আহবায়ক ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও কেলিশহর ইউনিয়ন এলডিপির আহবায়ক খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহবায়ক গাজী আমির হোসেন, সদস্য সচিব মুজিবুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন- পটিয়া উপজেলা এলডিপির প্রচার সম্পাদক আবদুর রশিদ, সাইফুল ইসলাম, মানিক, আবদুল কুদ্দুস, আহমদ নবী, মঈন উদ্দিন রাশেদ, বাদল মল্ল, মনসুর আলম, নুরুল ইসলাম, জব্বার হোসেন, নুরুল আবসার, আবু সিদ্দিক, জসিম উদ্দিন চৌধুরী, সাজ্জাদ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মনছুর আলম বলেন, ধলঘাট ও কেলিশহর পটিয়া তথা দক্ষিণ চট্টগ্রামের ঐতিহাসিক স্থান যেখানে বীর কন্যা প্রীতিলতার জন্ম। এছাড়াও আরো অনেক মহাপুরুষেরা এ এলাকায় জন্ম গ্রহণ করে বীর পটিয়াকে ধন্য করেছেন। এসব এলাকায় এলডিপির নতুন নেতাকর্মী সৃষ্টির মাধ্যমে এর ঐতিহ্য ধরে রাখতে হবে। আগামী তিন মাসের মধ্যে এ দুটি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির মধ্য দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহবান জানান এলডিপির এ নেতা।
সভা শেষে আট সদস্য বিশিষ্ট কেলিশহর ইউনিয়ন এলডিপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে খোরশেদ আলমকে আহবায়ক, নুরুল ইসলামকে যুগ্ম আহবায়ক, জব্বার হোসেনকে সদস্য সচিব করে নুরুল আবসার, আবু সিদ্দিক, জাকির হোসেন, কহিনুল ইসলাম ও আহম্মদ মহসিনকে সদস্য করা হয়েছে।
এছাড়াও ধলঘাট ইউনিয়ন এলডিপির সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক করা হয়েছে ডা. জসিম উদ্দিনকে এবং আবদুল কুদ্দুস যুগ্ম আহবায়ক, আহমদ নবী সদস্য সচিব। মাঈনুদ্দিন রাশেদ, বাদল মল্ল, মনসুর আলম ও মো. আজিজকে করা হয়েছে সদস্য।