কেন্দ্রীয় রথযাত্রা উদ্যাপন কমিটির উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভা গত ৩১ মে নন্দনকানন রথের পুকুর পাড় শ্রীশ্রী তুলসীধাম মন্দিরে অনুষ্ঠিত হয়। ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে সভার শুরুতে মেধসাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজ ও তুলসীধামের পরম ভক্ত নদীয়া বাসী ধরের প্রয়াণে তাঁদের আত্মার সদগতি প্রার্থনা করা হয়। অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক প্রণব মিত্র চৌধুরীর সভাপতিত্বে সবার সম্মতিক্রমে হিরন্ময় ধর সভাপতি, বিধান ধর সাধারণ সম্পাদক ও সুজিত হাজারীকে অর্থ সম্পাদক করে কেন্দ্রীয় রথযাত্রা উদ্যাপন কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম শহরে ২শ বছরের প্রাচীন রথযাত্রা সর্বপ্রথম আয়োজন করা হয়েছিল ১৮শ খৃস্টাব্দের পর নন্দনকানন তুলসীধাম থেকে। প্রতিবছর এই উৎসবে যোগ দেন হাজারও ভক্ত। এরই ধারাবাহিকতায় আগামী ১১ জুন শ্রীশ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা ও ২৭ জুন রথ পরিক্রমা উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন শ্রীশ্রী তুলসীধাম পরিচালনা পরিষদ এবং অদ্বৈত-অচ্যুত মিশন, বাংলাদেশের কর্মকর্তা ও ভক্তরা। বিজ্ঞপ্তি