কেজিএন পরিদর্শনে মক্কা আওয়ামী ফাউন্ডেশন

50

মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক কাসেদুর রহমানের নেতৃত্বে ফাউন্ডেশনের মক্কা প্রবাসী নেতৃবৃন্দ গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের শেখ মুজিব রোডস্থ ট্রাভেল লিংকস এবং কেজিএন হজ কাফেলা অফিস পরিদর্শন করেন। তাদের স্বাগত জানান কেজিএন হজ কাফেলার পরিচালক হাফেজ খালেদ রিশাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোরশেদুল আলম লিটন, শাহ আলম হান্নান, জাহেদুল আবেদিন রিমন, রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের আবু তালেব প্রমুখ। ফাউন্ডেশন নেতৃবৃন্দ হজ মৌসুমে কেজিএন হজ কাফেলার হাজীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সে সময় মক্কা ফাউন্ডেশন নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস মুহাম্মদ নোমান লিটন। খবর বিজ্ঞপ্তির