গত ২৮ মে বুধবার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হলো কেজিএইচএস ফুটসাল ফেস্টিভ্যাল সেশন-২ এর চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি থেকে ট্রফি উন্মোচন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ বড়ুয়া।
এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং ২০০১ থেকে ২০২৫ পর্যন্ত ব্যাচের বিভিন্ন প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই ধরনের আয়োজন আমাদের প্রজন্মগুলোর মধ্যে সম্পর্কক আরও দৃঢ় করে এবং বিদ্যালয়ের ঐতিহ্যকে বুকে ধারণ করে এগিয়ে চলার প্রেরণা দেয়।”
১৭টি টিমের অংশগ্রহণে আগামী ৯ ও ১০ জুন মাওয়া স্পোর্টস জোনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে প্রাক্তন শিক্ষার্থীর-দায়িত্বশীলগণ নিশ্চিত করেছে। আরও জানান, এই টুর্নামেন্ট হবে শুধু খেলা নয়, বরং একটি পুনর্মিলনী, একটি উৎসব, যেখানে স্কুলের স্মৃতি, বন্ধুত্ব এবং প্রতিযোগিতা একসাথে মিশে যাবে। বিজ্ঞপ্তি