হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকায় কৃষি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার অপরাধে এক ব্যক্তিকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার ভোরগত গভীর রাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান।
তিনি জানান, স্থানীয় মোহাম্মদপুর গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. ইমরান কৃষিজমি থেকে অবৈধভাবে টপসয়েল কাটার খবর পাই। থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্যের সত্যতা পাওয়া গেছে। এসময় মাটি কাটায় জড়িত ব্যক্তিকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করি। এসময় ঘটনাস্থল থেকে মাটিভর্তি একটি ট্রাক ও দুইটি ব্যাটারি জব্দ করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কৃষি জমি রক্ষায় অবৈধ কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।