চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীব বিজ্ঞান অনুষদের পাশে কৃষি উন্নয়ন প্রকল্প চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালকের কার্যালয় গত মঙ্গলবার উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. কোরবান আলী, প্রফেসর মো. বজলুর রহমান, কৃষি উন্নয়ন প্রকল্প চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও উক্ত অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য চবি কৃষি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করতে এ অফিস জোরালো ভূমিকা রাখবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি