কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে সভা

19

ফাইলেরিয়াসিস নির্মূল কৃমি নিয়ন্ত্রণ ক্ষুদে ডাক্তার কার্যক্রম, রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, মহাকালী, ঢাকা এর সার্বিক তত্ত¡াবধানে সারাদেশের ন্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১৮-২৩ এপ্রিল জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষ্যে গত বৃহস্পতিবার সকালে চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে আসন্ন জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষ্যে “এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা” চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী’র সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, ইনচার্জ ডাঃ আশিষ কুমার মুখার্জী, জোনাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইমাম হোসেন রানা, ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ তপন কুমার চক্রবর্তী, ডাঃ হাসান মুরাদ চৌধুরী, ডাঃ মুজিবুল আলম চৌধুরী, কদম মুবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান। সভা পরিচালনা করেন ভ্যাকসিনেশান ইনচার্জ মোঃ আবু ছালেহ। সভায় বক্তারা কৃমি থেকে রক্ষার লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকা, খোলা পায়খানা ব্যবহার না করা, খাওয়ার আগে পরে হাত ভালভাবে ধোয়ার পরামর্শ দেন। বিজ্ঞপ্তি