নিজস্ব প্রতিবেদক
নগরীর ফয়’স লেক এলাকার চট্টগ্রাম চিড়িয়াখানায় ষষ্ঠবারের মতো কৃত্রিম উপায়ে অজগরের ৩৩টি বাচ্চা ফুটেছে। এর আগে ২০১৯ সালে প্রথমবার কৃত্রিম উপায়ে ইনকিউবেটরে ২৫টি, ২০২১ সালে ২৮টি ও ২০২২ সালে ১১টি, ২০২৩ সালে ১৬টি, ২০২৪ সালে ৩৫টিসহ মোট ১১৫টি অজগরের বাচ্চা ফোটানো হয়। এর মধ্যে ৮০টি অজগরের বাচ্চা চার দফায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানান চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন। তিনি বলেন, গত ৪ ও ১৪ এপ্রিল দুইটি অজগর থেকে পাওয়া ৪৫টি ডিম সংগ্রহ করে হাতে তৈরি ইনকিউবেটরে বসানো হয়। দুই ধাপে গত ১১-১৩ জুন ১৭টি (প্রায় ৬৮ দিন) ও ২১-২৪ জুন তারিখে ১৬টি (প্রায় ৬৯ দিন) সহ মোট ৩৩টি অজগরের বাচ্চা জন্ম নেয়। বাচ্চাগুলো পরিবেশের সাথে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জন করলে জেলা প্রশাসক ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতির অনুমতিক্রমে চট্টগ্রামের সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।