কূটনৈতিক কার্যক্রম স্বাভাবিক করতে রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠক

1

ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে বিগত কয়েকবছর ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর দ্ব›দ্ব তুঙ্গে পৌঁছেছিল। এরমধ্যেই রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের কাজকর্ম স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে। তার ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) তুরস্কে বৈঠক করবেন দুদেশের কর্মকর্তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইস্তাম্বুলের আলোচনায় নেতৃত্ব দেবেন ওয়াশিংটনে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার ডারচিয়েভ এবং উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী সোনাটা কোলটার।
মস্কো ও ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার মূল বিষয় হচ্ছে কূটনৈতিক মিশনের কার্যক্রম পুনরায় চালু করা। গত কয়েক বছরে পারস্পরিক অভিযোগ, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এবং কূটনৈতিক সম্পত্তি জব্দের মতো একাধিক ঘটনায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্পর্ক জটিল আকার ধারণ করেছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, এবারের আলোচনার অগ্রাধিকার তালিকায় ইউক্রেন ইস্যু নেই। এবারের আলোচনা কেবল আমাদের দূতাবাসের কার্যক্রমে সীমাবদ্ধ।