আইয়ামে জাহেলিয়াত তথা অন্ধকার যুগে চারদিকে অশান্ত পরিস্থিতি সৃষ্টি হলো, নানা ধরনের জঘন্য কাজে লিপ্ত হলো মানবসমাজ। ঠিক তখনই মহান আল্লাহতায়ালা শফিউল মুজনেবিন, রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (দ.) কে এই ইহধামে রহমতস্বরূপ পাঠিয়েছেন। প্রিয় নবীর আবির্ভাবে অশান্ত বিশ্ব শান্ত হলো, মানবতা মুক্তি পেলো। তাই কুল মাখলুকাতের অনন্য দিশারী রাসূল (দ.)’র আগমনে সারাজাহান আলোকিত।
গতকাল ১৫ সেপ্টেম্বর বাদ যোহর হতে নগরীর কুলগাঁওস্থ দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমী (রহ.) কর্তৃক প্রবর্তিত ৪৮তম ১২ দিনব্যাপী ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক সেমিনার’২৪ এর সমাপনী দিবসে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে গোলজার হাশেমী ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ কাযী আবুল বয়ান হাশেমী (মুজিআ)’র সভাপতিত্বে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে আলোচনায় অংশগ্রহন করেন মাওলানা আব্দুল আজিজ আনোয়ারী, মাওলানা নুরুল আবসার আলকাদেরী, মাওলানা ইদরীছ আনসারী, মাওলানা কবি এস এম শরীফুল ইসলাম। সেমিনারে উপস্থিত ছিলেন শাহযাদা কাযী মাওলানা মুহাম্মদ আবুল এহছান হাশেমী, শাহযাদা মাওলানা কাযী মুহাম্মদ আবুল বোরহান হাশেমী, মাওলানা মুহাম্মদ ইদ্রিছ আনছারী, আঞ্জুমানের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক মাহবুবুল আলম, অর্থ সম্পাদক তৌহিদুল কাদের চৌধুরী, মোহাম্মদ লোকমান, মঞ্জুরুল আলম, মোশাররফ হোসেন খান, আব্বাস উদ্দীন শাকিল, মো. আব্দুল ওয়াহাব, ইলিয়াছ কন্ট্রাক্টর, মুহাম্মদ হোসেন, হাজী ওসমান গণি, হাজী মো. ইসমাইল, মো. নুরুল আমিন, মো. আব্দুল কাদের, মো. সালাউদ্দিন, খোরশেদ আলম সোহেল, কাজী আহছানুল মোরশেদ কাদেরী, মো. ইয়াকুব বাবলু, এড. শেখ আরাফাত ওসমানী, মাওলানা ইদ্রিস আলম কাদেরী, জামাল উদ্দিন কাদেরী প্রমুখ।
কাযী মুহাম্মদ আদনান হাশেমী, শাহযাদা কাযী মাবরুর হাশেমী, কাযী যাকওয়ান হাশেমী, কাযী মাছরুর হাশেমী, রেজাউল মোস্তফা নক্বি, কাযী ফাহিমুল হক হাশেমীর নাতে রাসূল (দ.) পরিবেশনের পর বিশ^বাসীর শান্তি কামনায় খতমে কুরআনুল করীম, লূরী শরীফ, রাসূল (দ.)’র ২০১ নামে পাকের উপর দরূদ শরীফ, মাওলূদে বেরযেনজী শরীফ আদায় করে মোনাজাতের মধ্য দিয়ে ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক সেমিনার’ সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি