কুয়ালালামপুরে নাচলেন উৎফুল্ল ট্রাম্প

1

কুয়ালালামপুরে ট্রাম্প যখন বিমানের সিঁড়ি বেয়ে নামছেন, বিমানবন্দরে তখন মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে অসংখ্য মানুষ তাকে স্বাগত জানিয়েছেন। ট্রাম্প এরপর বিমানবন্দরে তাকে নেচে-গেয়ে স্বাগত জানানো একদল মালয়েশীয় ঐতিহ্যবাহী নৃত্যশিল্পীর কাছে যান। স্থানীয় ওই শিল্পীদের সঙ্গে কিছুক্ষণ হাত নেড়ে ও নাচের ভঙ্গিতে অংশ নেন তিনিও। রবিবার (২৬ অক্টোবর) সকালেই ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরে মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করেন তিনি।
পরে ট্রাম্প ভিড়ের মধ্যে থেকে দুটি পতাকা হাতে নেন এবং তা নেড়ে হাসিমুখে ছবি তোলার জন্য পোজ দেন। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে অত্যন্ত প্রফুল্ল মনে হচ্ছিল।পরে ট্রাম্প প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গাড়িতে ওঠেন এবং সম্মেলনস্থলের পথে রওনা দেন।