রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একাধিক ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের নির্যাতন ও হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। একজনকে গলা কেটে হত্যার চেষ্টাও করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
জানা গেছে, জঙ্গল পোমরা এলাকার এক প্রবাসীর ঘরে সংঘবদ্ধ ডাকাতের দল হানা দিয়ে স্বর্ণালংকার, টাকা ও দামী সামগ্রী না পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রবাসী ও তার স্ত্রীকে কুপিয়ে যখম করেছে। ডাকাতের কোপে একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে প্রবাসী স্বামীর। এছাড়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সাবেক রাঙ্গুনিয়া এলাকায় ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে ডাকাতির চেষ্টা করা হয়।
গত সোমবার দিনগত গভীর রাতে পৃথক এই ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। এছাড়া এর আগের দিন ভোররাতে পোমরা ইউনিয়নের বার আউলিয়া এলাকায় আনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যার চেষ্টা চালানো হয়।
এসব ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ভ‚মিহীন সবুজ গ্রাম এলাকার প্রবাসী মো. জসিম উদ্দিনের (৪৫) বসতঘরে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল হানা দেয়। এসময় সাম্প্রতিক সময়ে দেশে আসা প্রবাসী জসিমকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাস থেকে আনা স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান সামগ্রী খোঁজ করে।
না পেয়ে ক্ষুদ্ধ ডাকাত চক্রটি তাদের কুপিয়ে যখম করে। এতে প্রবাসী জসিমের হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে বাঁচাতে তার স্ত্রী শাহানুর আকতার (৩৫) এগিয়ে এলে তাকেও যখম করা হয়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে চক্রটি পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে একইদিন রাত তিনটার দিকে উপজেলার স্বনির্ভর ইউনিয়েনের সাবেক রাঙ্গুনিয়া এলাকায় হোমিও ডাক্তার হরিসাধন সাহার বাড়িতে ডাকাতির চেষ্টা করা হয়। ডাকাতদল গ্রামের দু’টি ঘরের দরজায় তালা ঝুলিয়ে দেয়। গ্রামের ৩টি বাড়ির দরজা ভাঙার চেষ্টা করে। ১টি বসতঘরের টিনের চাল খুলে ঘরে প্রবেশের চেষ্টা করে। পরে টের পেয়ে গ্রামবাসীরা দলবদ্ধভাবে জড়ো হলে ডাকাত চক্রটি সিএনজি অটোরিকশাযোগে পালিয়ে যায়।
এছাড়া সোমবার ভোররাত ৫ টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বার আউলিয়া এলাকায় এক গৃহবধূকে জবাই করে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত গৃহবধূ আনোয়ারা বেগম বার আউলিয়া এলাকার বাসিন্দা আশরাফ আলীর মেয়ে এবং আবদুর রউফের স্ত্রী।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘কিছু দুষ্কৃতিকারীরা জঙ্গল পোমরা একালায় এক প্রবাসীর ঘরে হানা দিয়েছে। এতে স্বামী-স্ত্রী দু’জন আহত হয়েছেন। ঘটনাস্থলে আমরা সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বিষয়টিও তদারকি করা হচ্ছে। গৃহবধূকে জবাই করে হত্যা চেষ্টার ঘটনাটিও গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’।