কুতুবদিয়ায় বন বিভাগের জায়গা উদ্ধার

51

দীর্ঘদিন ধরে বেদখলে থাকা উপকূলীয় রেঞ্জ অফিসের সাড়ে চার কোটি টাকার সম্পদ উদ্ধার করেছে বন বিভাগ। গত মঙ্গলবার ও বুধবার দুই দিনে ভূমিদস্যুদের দখলে থাকা ২২ একর ভূমি উদ্ধার করেছে বলে উপজেলা রেঞ্জ কর্মকর্তা অসিত কুমার রায় এ প্রতিনিধিকে নিশ্চিত করেন। উপকূলীয় বন বিভাগের কুতুবদিয়া সদর বিট কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার রায়ের সহযোগিতায় বন বিভাগের মোট ২২ একর ভূমি উদ্ধার করে। দীর্ঘদিন ধরে বেদখলে থাকা জমিতে কিছু সংখ্যক লোক লবণ চাষ করে যাচ্ছিল। কুতুবদিয়া রেঞ্জ কর্মকর্তা অসিত কুমার রায় বলেন, বর্তমানে বন বিভাগের নামে সব ভূমি সরকারের দখলে আছে।