কুতুবদিয়া প্রতিনিধি
কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৩টি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার পৃথক স্থানে এ ঘটনা ঘটে। উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আশাহাজির পাড়ায় গতকাল সকাল সাড়ে ৯টায় মৌলভী মনজুর আলমের ১৫ মাসের কন্যা সন্তান ঝুমা মনি বাড়ির সামনের পুকুরে পড়ে মারা যায়। একই ইউনিয়নের পূর্ব আলী ফকির ডেইল এলাকার জসিম উদ্দিনের দেড় বছরের পুত্র রাসমান উদ্দিন বিকাল সাড়ে ৪টায় বাড়ির সামনে পুকুরে ডুবে মারা গেছে। স্থানীয় দক্ষিণ ধুরুং ইউপির সদস্য জেবর মুল্লুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। অপরদিকে একই দিনে দুপুর ১টায় বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া এলাকার নেজাম উদ্দিনের তিন বছরের পুত্র মোহাম্মদ সাখাওয়াত হোসেন বাড়ির সামনের পুকুরে ডুবে মারা গেছে। নিহত তিন শিশুকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হলে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ শরীফ মৃত ঘোষণা করে নিশ্চিত করেন।