কুতুবদিয়া প্রতিনিধি
কুতুবদিয়ায় বাপ্পি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে এনসিপির কর্মী রিদোয়ানুজ্জামান হেলালী ও তার সগযোগীরা। গতকাল রবিবার সকালে কৈয়ারবিল ইউনিয়নের সেন্ট্রাল পাড়ায় ব্রিজের পাশে বাপ্পিকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। বাপ্পি লেমশীখালী ইউনিয়নের মতির বাপের পাড়ার ৭নং ওয়ার্ডের কাইমুল হুদার পুত্র।
বাপ্পির স্বজনরা জানান, গত ২৩ আগস্ট রাতে মতির বাপের ব্রিজে নীচে মাছ ধরার জাল বসা নিয়ে এনসিপির কর্মী হেলালী তার দলবল নিয়ে চাঁদাদাবি করে। এক পর্যায়ে বাপ্পিকে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় বাপ্পি বাদি হয়ে হেলালীসহ ৫ জনকে আসামি করে কুতুবদিয়া থানায় মামলা করা হয়েছে। মামলা করায় তারা বাপ্পিকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় গতকাল সকালে হেলালী ও তার সহযোগীরা তাকে ছুরিকাঘাত করে। হেলালী কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল ২নং ওয়ার্ডের মৃত নুরুজ্জামান হেলালীর পুত্র। এ ঘটনায় হেলালীর সহোদর আরও ৩ ভাই ও ফুফাত ভাই আকতার হোসেনও জড়িত।
কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে বাপ্পির লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত আকতার হোসেনকে পুলিশ আটক করে। তবে অন্য আসামিদের আটকের জন্য অভিযান চলছে।
বাপ্পির মা রোজিনা আকতার বলেন, বাপ্পিকে দীর্ঘদিন ধরে হত্যার চেষ্টা করা হচ্ছিল। আজ সকালে তাদের মিশন সফল হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার দাবি করছি।











