কুকুরের টিকাদান কার্যক্রম উপলক্ষে অবহিতকরণ সভা

19

চন্দনাইশে কুকুরের টিকাদান কার্যক্রম উপলক্ষে অবহিতরণ সভা গত ১২ মার্চ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শাহীন হাসান চৌধুরীর সভাপতিত্বে আইসিটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা। সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন জুনোটিক ডিজিজ কন্ট্রোল জেডডিসি প্রোগ্রাম সুপারভাইজার মো. শরীফুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি হাবিবুর রহমান, আলমগীরুল ইসলাম চৌধুরী, আহমদুর রহমান, নুরুল ইসলাম, আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, কমিশনার খোরশেদুল আলম সবুজ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনির উদ্দীন, চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, চন্দনাইশ প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদশক, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের প্রতিনিধিগণসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক রোগে মৃত্যু শতভাগ। পৃথিবীতে কোথাও না কোথাও ৯ মিনিটে ১ জন এবং প্রতিবছর প্রায় ৫৭ হাজার মানুষ জলাতঙ্ক রোধে মারা যায়। জলাতঙ্ক রোগটি মুলত বেশিরভাগ ককুরের কামড় ও আঁচড় থেকে হয়। তাছাড়া বিড়াল, বেজী, শিয়াল, বানরের কামড় থেকেও এ রোগ হয়। তাই বাংলাদেশকে ২০২২ সালের মধ্যে জলাতঙ্ক রোগ মুক্ত করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত চন্দনাইশে এ কর্মসূচি চলবে। কর্মসূচিতে ২ হাজার থেকে ২ হাজার ১’শ কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেয়ার টার্গেট নেয়া হয়েছে। তাই টিকাদানকারী টিমকে সহযোগিতা করতে মসজিদের ইমাম, পুরোহিত, বৌদ্ধভিক্ষুসহ সকল স্তরের ধর্মীয় নেতা স্থানীয় সচেতন মানুষকে সহায়তা করার আহবান জানান।