বাংলাদেশের পাকিস্তান সফরে সিরিজ হাতছাড়া হয়ে গেছে আগেই।
প্রথম দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ হোয়াইটওয়াশ এড়ানোই এখন সফরকারীদের একমাত্র লক্ষ্য।
তবে সেই কঠিন চ্যালেঞ্জের ম্যাচে দলে থাকছেন না বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় ম্যাচে বল করার সময় চোট পেয়েছেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে গিয়ে কুঁচকিতে টান অনুভব করেন। কিছুক্ষণ বিরতি দিয়ে আবার বল হাতে নিলেও তখনই বুঝতে পারেন, আর বোলিং চালিয়ে যাওয়া সম্ভব নয়। মাত্র তিন বল করেই মাঠ ছাড়েন ফিজিওর সহায়তায়। দলীয় সূত্র জানিয়েছে, লাহোরেই শরিফুলের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এখনও রিপোর্ট হাতে না পেলেও প্রাথমিকভাবে চোটের মাত্রা বিবেচনায় তাকে আর মাঠে নামানো সম্ভব নয় বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ, পাকিস্তান সফরে আর মাঠে নামা হচ্ছে না এই পেসারের।