হালিশহরে ‘কিশোর গ্যাং সদস্যদের মধ্যে বিরোধের জেরে’ ছুরিকাঘাতের শিকার ওয়াহিদুল হক সাব্বির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার ছয় দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে বুধবার ১৮ বছরের এ তরুণের মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছে। আইসিইউতে ভর্তি ছিলেন সাব্বির। বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়েছে বলে মামা শফিকুল ইসলাম জনি জানিয়েছেন। সাব্বির নগরীর আইডিয়াল টেকনিক্যাল স্কুল নামে একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। খবর বিডিনিউজের
নিহত সাব্বিরের মামা শফিকুল বলেন, ১৬ মে শুক্রবার দুপুরে নামাজ পড়ার পর আবিদ নামে এক তরুণ ‘চা খাওয়ার কথা বলে’ হালিশহরের নতুন বাজার বিশ্বরোড এলাকায় নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে হাসপাতালে ভর্তি করা হয়।
নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার কাজী মো. বিধান আবিদ বলেন, কিশোর গ্যাং সদস্যদের মধ্যে বিরোধের জেরে তাকে ছুরিকাঘাত করা হয়। সাব্বিরের পরিচয় শনাক্তের পর পুলিশ তদন্ত করে একজনকে গ্রেপ্তার করে। সে ঘটনার বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।
পুলিশের এ কর্মকর্তা বলেন, মূলত সাব্বিরের সঙ্গে কিশোর গ্যাং সদস্য আবিদ ও অন্যদের আগে ঝামেলা হয়। এর জের ধরে গত শুক্রবার তাকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় সাব্বিরের পরিবার মামলা করেছে। জড়িত অন্যদের শনাক্তের তথ্য দিয়ে পুলিশ কর্মকর্তা বিধান আবিদ বলেন, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।