কিশোরীদের এইচপিভি টিকা কার্যক্রম বাস্তবায়নের আহবান

1

মহানগর এলাকায় কিশোরী ও মাতৃমৃত্যু হার কমানোর লক্ষ্যে ১০-১৪ বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ এইচপিভি টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তর চট্টগ্রাম জেলা অথ্য অফিসের আয়োজনে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার প্রকল্পের আওতায় গত বৃহস্পতিবার টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগর ভবনের সম্মেলন কক্ষে নগরীর ইংরেজী মাধ্যম স্কুলের প্রধানদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন-জেলা তথ্য পরিচালক মো. সাঈদ হাসান, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পাবলিক স্কুলের আব্দুল মান্নান, বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের জয়নাল আবেদীন, দ্যা গার্ডিয়ান ইংলিশ স্কুলের সোহেলী পারভীন, উইলিয়াম কেরী একাডেমীর শংকর সিকদার, লিডার্স স্কুল এন্ড কলেজের আমেনা বেগম, খাজা আজমেরী গ্রামার স্কুলের মাহমুদা সুলতানা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, নগরীতে কিশোরী ও মাতৃমৃত্যু হার কমানোর লক্ষ্যে জরায়ুমুখ ক্যান্সারের টিকা প্রদানের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এর সফল বাস্তবায়নে কোন প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয় সেদিকে সকলকে খেয়াল রাখার পরামর্শ্য দেন। তিনি এবিষয়ে প্রচার-প্রচারণা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ব্যাপক ভূমিকা রাখার আহবান জনান। বিজ্ঞপ্তি