ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে পূর্ববিরোধের জেরে এক কিশোরীকে হত্যা করা হয়েছে। নিহতের নাম সুপ্তা মাঝি (১৫)। চাচাত ভাই রতন দাশ (৩৭) তাকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার ভোরে উপজেলার উদালিয়া চা-বাগানের পহেলা টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে রতন দাশকে আটক করেছে। নিহত সুপ্তা মাঝি উদালিয়া চা বাগানের বাসিন্দা কৃষ্ণ মাঝির মেয়ে। অন্যদিকে অভিযুক্ত রতন দাস একই এলাকার মিলন দাসের ছেলে।
ভ‚ঁজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, সুপ্তা তার চাচাতো ভাই রতনের সঙ্গে একই বাড়িতে থাকত। রতন চাইতেন সুপ্তা যেন চা বাগানের কাজ ছেড়ে দিয়ে সেলাইয়ের কাজ শেখে। কিন্তু সুপ্তা এতে রাজি না হওয়ায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। গভীর রাতে বাগবিন্ডার এক পর্যায়ে রতন ঘরে থাকা বঁটি দিয়ে সুপ্তার মাথায় আঘাত করে রতন। গুরুতর জখম হয়ে সুপ্তা মাটিয়ে লুটিয়ে পড়ে।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে রতন দাশকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।