কিন্ডারগার্টেন এসো. চট্টগ্রাম বিভাগের মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

2

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) চট্টগ্রাম বিভাগ আয়োজিত মেধাবৃত্তি-২০২৩ এর সনদ, পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মিলনায়তনে গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়। বিকেএ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএএম লুৎফর রহমান আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিকেএ’র প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডা. আবদুল করিম। সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামরিক বিশেষজ্ঞ লে. কর্নেল মো. দিদারুল আলম পিএসসি (অব.)। প্রধান বক্তা ছিলেন অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন আতিকুল আজম খাঁন। বিশেষ অতিথি ছিলেন আমরা চট্টগ্রামবাসীর আহŸায়ক এস.কে খোদা তোতন, এড. মোস্তফা নূর, ক্যাপ্টেন সামসি, অধ্যাপক আব্দুল কাইয়ুম মাসুদ, ইঞ্জিনিয়ার মাহবুবুল রহমান রুমি, ডা. এমএ ফজল, সৈয়দ নাকি মোস্তফা আলম মাসুদ, মো. রমজান আলী, জহিরুল ইসলাম রেজা, অধ্যাপক আরমান, মো. মকবুল হোসেন, মোশারফ হোসেন, প্রিয়াংকা চৌধুরী জুলি, ডা. নাছির উদ্দীন। বক্তব্য দেন আব্দুল জলিল, নাছরিন সুলতানা, মো. মোশারফ হোসেন, মো. ফেরদৌস, আব্বাস উদ্দীন মাস্টার, মো. নাছির উদ্দীন, মুকিম বিল্লাহ, মো. রমজান আলী, মো. ইব্রাহিম রুবেল, ফারুকে আজম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল আল মামুন, আবু নাছের সোহেল, মো. নিজাম উদ্দিন, মৃদুল বাবু, মো. বেলাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমানে দেশের প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে প্রায় ২৩ শতাংশ শিক্ষার্থী কিন্ডারগার্টেনে পড়াশোনা করে। কিন্তু প্রাথমিক শিক্ষাখাতে সরকারের যে বরাদ্ধ ও সুযোগ-সুবিধা রয়েছে, তা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পুরোপুরি পায় না। ফলে এক্ষেত্রে এক ধরনের বৈষম্য সৃষ্টি হচ্ছে, যা শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে বাধা হিসেবে দেখা দিচ্ছে। এই বৈষম্য দূর করতে এবং প্রাথমিক শিক্ষাখাতের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারকে উদ্যোগী হতে হবে। প্রাথমিক শিক্ষায় যে বরাদ্দ দেয়া হচ্ছে, তার অন্তত ২৩ শতাংশ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা প্রয়োজন, যাতে তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়। এর ফলে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও সরকারি সুবিধা পাওয়ার মাধ্যমে সুষ্ঠু শিক্ষার পরিবেশে বেড়ে উঠতে পারবে, যা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তি