কিডস ক্লাব অ্যাওয়ার্ড ও কারাতে চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ

1

কিডস ক্লাব চকবাজার, নিউ মার্কেট, মাদার বাড়ী ও বাকলিয়া শাখার উদ্যোগে কিডস ক্লাব অ্যাওয়ার্ড ও কারাতে চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাবের চেয়ারম্যান মুহাম্মদ নেছারুল হক’র সভাপতিত্বে ও কিডস ক্লাবের প্রতিষ্ঠাতা আয়াত উল্লাহ খান’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন কিডস ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিডস ক্লাবের উপদেষ্টা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব আবুল হাশেম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিডস্ ক্লাবের সকল উপদেষ্টা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে ১০০জন বিজয়ী প্রতিযোগীদের মাঝে সম্মাননা, বেল্ট ও ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও কারাতে শিক্ষার্থীদের মাঝে বেল্ট প্রদান, আবৃত্তি স্পোকেন ও সংগীত শিক্ষার্থীদের কোর্স সমাপনী সার্টিফিকেট প্রদান করা হয়।