কিডনি রোগী কল্যাণ সংস্থাকে পিএইচপি ফ্যামিলির অনুদান

2

পিএইচপি পরিবারের পক্ষ থেকে কিডনি রোগী কল্যাণ সংস্থাকে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
গত সোমবার পিএইচপি কর্পোরেট কার্যালয়ের তাঁর হাত থেকে অনুদানের চেকটি গ্রহণ করেন এম এ মালেক ডায়ালাইসিস সেন্টারের কনভেনার ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।
এ সময় সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিডনি রোগী কল্যাণ সংস্থার সাথে বর্তমানে সর্বস্তরের ভালো ও মানবিক মানুষগুলো সম্পৃক্ত হয়েছে এটি নিঃসন্দহে ভালো কাজ। আল্লাহর দরবারে এর সাফল্য কামনা করি। পিএইচপি পরিবার সবসময় সংস্থার পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। এসময় সংস্থার পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন আজীবন সদস্য মুহাম্মদ ওবায়দুল হক মনি, প্রতিষ্ঠাতা মরহুম এস এম জাহেদুল হকের পুত্র সাইয়েদ হামিমুল মিল্লাত, মো. দিলশাদ আহমেদ ও অফিস কর্মকর্তা মো. আবদুল আলী। বিজ্ঞপ্তি