কিউইদের হাতে হোয়াইটওয়াশ ভারত: ৯০ বছরে প্রথম

1

স্পোর্টস ডেস্ক

ঘরের মাটিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজে সফরকারী নিউজিল্যান্ডের কাছে ৩-০তে হেরে গেছে ভারত। হারের মধ্য দিয়ে বেশকিছু ভুলতে চাওয়ার মতো রেকর্ড করেছে স্বাগতিকরা, যেগুলো আবার স্মরণীয় হয়েছে নিউজিল্যান্ডের জন্য। ২৫ বছর পর ঘরের মাটিতে আবারও হোয়াইটওয়াশ হয়েছে রোহিত শর্মার ভারত। তিন ম্যাচের সিরিজে ঘরের মাটিতে ভারতের ৩-০তে হোয়াইটওয়াশ হওয়ার ঘটনা এটাই প্রথম। ৯০ বছরের মুখোমুখি ইতিহাসে ২০২৪ সালে এসে কিউইদের কাছে এমন ‘উপহার’ পেল ভারত। এর আগেও ঘরে হোয়াইটওয়াশ হয়েছে ভারত, সেটি দুই ম্যাচের সিরিজে ২-০তে হেরে। ১৯৯৯-২০০০ সালের ওই মৌসুমে সাউথ আফ্রিকার বিপক্ষে ২-০তে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত।
১৯৩৩ সালে ঘরের মাটিতে টেস্ট খেলা শুরু করেছে ভারত। এ সময়ের মধ্যে ঘরে ২৯৪টি টেস্ট খেলেছে তারা। ঘরে খেলা ৮৯টি সিরিজের মধ্যে তারা হেরেছে মাত্র ১৮ সিরিজে। ২০০১ সালের পর ভারতে এসে সিরিজ জেতা তৃতীয় দল নিউজিল্যান্ড। আর ২০১২ সালে ইংল্যান্ডের কাছে ২-১এ সিরিজ হারের পর ঘরে এটাই প্রথম হার রোহিতদের।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ২৩৫ রানে থেমেছিল নিউজিল্যান্ড। জবাবে ভারত প্রথম ইনিংসে ২৬৩ রান তোলে। লিড পায় ৩৮ রানের। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা ১৭৪ রানে অলআউট হলে ভারতের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৪৬ রান। তাড়ায় নেমে ১২১ রানে অলআউট হয়ে গেছে রোহিত শর্মার দল। হেরেছে ২৫ রানে। ভারত ২য় ইনিংস : ১২১/১০ (পন্ত ৬৪, সুন্দর ১২; এজাজ ৬/৫৭; ফিলিপস ৩/৪২)। ম্যাচসেরা:এজাজ প্যাটেল (১১উইকেট)। সিরিজ: নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী। সিরিজসেরা: উইল ইয়াং (২৪৪ রান)।