কিং-কার্টিতে ভর করে সিরিজ উইন্ডিজের

4

তিন ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডে জিতে এগিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয়টিতে জিতে সিরিজে সমতায় ফেরে সফরকারী ইংল্যান্ড। তৃতীয় ও শেষ ম্যাচে ওপেনার ব্রেন্ডন কিং ও কেসি কার্টির দারুণ দুই সেঞ্চুরিতে লিয়াম লিভিংস্টোনদের হারিয়ে সিরিজ ঘরে রেখে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের দেয়া ২৬৪ রানের লক্ষ্যে নেমে সেঞ্চুরি হাঁকান ওপেনার ব্রেন্ডন কিং ও তিনে নামা কেসি কার্টি। জয়ে ২-১ ব্যবধানে ঘরের মাঠে সিরিজ জিতল স্বাগতিকরা। ম্যাচসেরা হয়েছেন ওপেনার কিং এবং ৮ উইকেটের সাথে ২৩ রানে সিরিজসেরা হয়েছেন ম্যাথু ফোর্ড। ১০২ রানের ঝলমলে সেঞ্চুরি তোলে ব্রেন্ডন কিং। তিনে নামা কেসি কার্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তোলেন, ১১৪ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন। ৪৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬৭ রান তুলে ফেলে স্বাগতিক দল, সিরিজ জিতে নেয়।