স্পোর্টস ডেস্ক
প্রিমিয়ার লিগে স্থানীয় ফুটবলারদের নিয়েই বসুন্ধরা কিংসকে হারিয়েছিল আবাহনী লিমিটেড। এবার ফেডারেশন কাপে আকাশী-নীল শিবিরে যোগ হয়েছে দুই বিদেশি। ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তো ও নাইজেরিয়ান এমেকা ওগবাহকে নিয়ে কিংসের বিপক্ষে কোয়ালিফায়ারে মুখোমুখি হতে যাচ্ছে মারুফুল হকের দল। মঙ্গলবার তাই চোটজর্জর কিংসকে হারিয়ে ফাইনালে খেলার আশায় আবাহনী।
৮ এপ্রিল দুটি ম্যাচ হতে যাচ্ছে। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। ম্যাচটি হবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। একই দিনে অন্য কোয়ালিফায়ারে খেলবে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ এমএফএস। ম্যাচটি হবে কিংস অ্যারেনায়। প্রথম কোয়ারিফায়ারে বিজয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। যে দলটি হারবে তাদের সামনেও সুযোগ থাকবে। ১৫ এপ্রিল দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ী দলের বিপক্ষে তাদের ম্যাচ খেলতে হবে। সেই ম্যাচের বিজয়ী দল শিরোপা মঞ্চে ট্রফির জন্য লড়ার সুযোগ পাবে।