কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব বনাম সিসিএ জুনিয়ার এর মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ বৃহস্পতিবার রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হয়। কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ২০০ রান করতে সক্ষম হয়। কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাবের ব্যাটসম্যান সাফাত ৮০, নবীন ৩২ ও সোহাগ ২৫ রান করে। সিসিএ জুনিয়র ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৫. ৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৮০ রান করে। রাহাত ৩৬, বাধন ২৪, ফরহাদ ২৬, সোহান ১৬ ও গোপাল ২০ রান করে। কাস্টম এক্সাইজ ভ্যাট ক্লাবের বোলার সূর্য বিশ্বাস ৫ উইকেট নেন। কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাবের ব্যাটসম্যান সাফাত ৮০ ও বোলার সূর্য বিশ্বাস ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।