কাস্টমস বন্ড কমিশনারের প্যাসিফিক জিন্স গ্রুপের প্রতিষ্ঠান পরিদর্শন

74

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট এর কমিশনার এ.কে.এম মাহবুবুর রহমান গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম ইপিজেডস্থ প্যাসিফিক জিন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এনএইচটি ফ্যাশনস লিমিটেড এবং প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেড পরিদর্শন করেন। তিনি বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর কাস্টমস বন্ড কমিশনারেট এর কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রতিষ্ঠানের আধুনিক তথ্য প্রযুক্তির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন এবং করোনাকালীন সময়ে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে মর্মে অবহিত করেন। বন্ড কমিশনার প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে আধুনিক তথ্য প্রযুক্তি কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং রপ্তানীর স্বার্থে প্যাসিফিক জিন্স গ্রুপের সকল কর্মকান্ডে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন কাস্টমস বন্ড কমিশনারেট ইপিজেড এর উপ-কমিশনার তপন কুমার চক্রবর্তী, সহকারী রাজস্ব কর্মকর্তা আল মাহমুদ কবির এবং প্যাসিফিক জিন্স গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি