নেইমার-রবার্তো ফিরমিনো-ফিলিপ্পে কৌতিনহোদের নিয়ে গড়া আক্রমণভাগও জয় এনে দিতে পারেনি ব্রাজিলকে। উল্টো সেলেসাওদের পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন কাসেমিরো। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এর আগের প্রীতি ম্যাচেও সেনেগালের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে লাতিন পরাশক্তিরা।
গতকাল (১৩ অক্টোবর) প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল-নাইজেরিয়া। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পাচ্ছিলেন না নেইমাররা। ১২ মিনিটে বড় ধাক্কা খায় ব্রাজিল নেইমারকে হারিয়ে। হ্যামস্ট্রিংয়ের ব্যথা নিয়ে তিনি মাঠ ছাড়েন। নেইমারের পরিবর্তে কৌতিনহোকে মাঠে নামান কোচ তিতে। কিন্তু ৩৫ মিনিটে মোজেজ সিমনের পাস থেকে নাইজেরিয়াকে এগিয়ে দেন মিডফিল্ডার জোয়ি আরিবো। গোল শোধে মরিয়া ব্রাজিল ধার বাড়ায় আক্রমণে। তবে বিরতির আগে সমতায় ফিরতে পারেনি তারা। ৪৮ মিনিটে সুযোগ খুঁজে পায় ব্রাজিল। কাসেমিরোর গোলে সমতায় ফিরে সেলেসাওরা। এরপর নাইজেরিয়ান গোলরক্ষক উজোহ বাধায় গ্যাব্রিয়েল জেসুস ও ফিরমিনো গোলের দেখা পাননি।
ম্যাচের বাকি সময় রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকা নাইজেরিয়ার দেয়াল ভাঙা হয়নি ব্রাজিলের।