ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে ফেলার পর এই প্রথম সেখানে গেলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তিনি কাশ্মিরের রাজৌরি জেলায় মোতায়েনকৃত ভারতীয় সেনাদের নিয়ে দীপাবলি উদযাপন করেন। এ সময় সেখানে দেওয়া ভাষণে মোদি ভারতীয় বাহিনীর উচ্ছ¡সিত প্রশংসা করেন মোদি। সেনাবাহিনী পাকিস্তানের ‘কাশ্মির দখলের চক্রান্ত বানচাল’ করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মির সম্পর্কে মোদি বলেন, এ বিষয়টি এখনও তাকে দংশন করছে।
তার ভাষায়, ‘আমাদের দেশ ভাগ করা হয়েছিল। লাখ লাখ মানুষ মারা পড়েছে। বহু মানুষ শরণার্থী হয়েছে। তারপরও আমরা তাদের (পাকিস্তান) বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ নই।’ নরেন্দ্র মোদি বলেন, আজাদ কাশ্মিরের পর পাকিস্তান ভারত অধিকৃত কাশ্মিরও দখলের চক্রান্ত করছে। কিন্তু ভারতীয় সেনারা তাদের চক্রান্ত বানচাল করে দিয়েছে। আজ আমরা এটি ভারতের অংশ বলে গর্বিত বোধ করতে পারি। তিনি বলেন, ওরা কাশ্মিরের কিছু অংশ দখল করতে পেরেছিল। সম্পূর্ণ অবৈধভাবেই এ দখল নেয় তারা। এ বিষয়টি এখনও আমাদের দংশন করে চলেছে। এদিন যুদ্ধের পোশাক পরে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) মোতায়েন সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করেন মোদি। সেখানে সেনাঘাঁটিতে প্রায় দুই ঘণ্টা সময় কাটান ভারতের প্রধানমন্ত্রী।