রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত, পীরে মোক্বাম্মেল, কুতুব-উল আকতাব, খাজায়ে ছানী, হযরত আল্লামা শাহ্ সূফি ছৈয়দ আবদুল হালীম (রহ.) প্রকাশ ছৈয়দ শাহ্ হুজুরের বার্ষিক ফাতেহা শরীফ ও ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল আগামীকাল ১ জানুয়ারি বোয়ালখালীর সারোয়াতলী আল-হক দরবার শরীফে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে- বাদে ফজর খতমে কোরআন, বাদে যোহর নাতে রসুল (দ.), বাদে আছর, হুজুরের জীবনী আলোচনা, মিলাদ মাহফিল। বৃহষ্পতিবার বাদে ফজর আখেরী মোনাজাত ও তাবাররুক বিতরণের মাধ্যমে বার্ষিক ফাতেহা শরীফ এবং ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল সমাপ্ত হবে। অনুষ্ঠানমালায় সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সারোয়াতলী আল-হক দরবার শরীফের পীরজাদা মাওলানা সৈয়দ জামাল উদ্দিন হোসাইন (রহ.)’র পীরজাদা সৈয়দ জুনাইদ মোহাম্মদ জামি। বিজ্ঞপ্তি