প্রতি বছরের ন্যায় এবছরও আগামীকাল মঙ্গলবার পূর্ব রাউজান সমশের নগর গাজীপাড়া গুরা মিয়া চৌধুরী বাড়িতে সমাজ ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গুরা মিয়া চৌধুরী ফাউন্ডেশন” এর ব্যাবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগীতায় পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াযদাহুম” উদ্যাপন উপলক্ষে এলাকার গরীব অসহায় লোকদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও রাতব্যাপী আজিমুশ্শান নুরানী মাহফিল অনুষ্টিত হইবে। এতে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা ও মাহফিলে দেশবরেণ্য ওলামায়েকেরাম বক্তব্য রাখবেন।