কাল থেকে শুরু রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা

2

দেশের সর্ববৃহৎ বিতর্ক ‘রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা’ আগামীকাল থেকে শুরু হচ্ছে। এতে নগরীর ৩২টি স্কুল ও সারাদেশের ১৬টি কলেজ অংশগ্রহণ করবে। গতকাল মিট দ্য টিচার্স অনুষ্ঠানে এসব কথা জানান আয়োজকরা। তারা জানান, এবারের বিতর্ক হবে সংসদীয় বিতর্কের আদলে। একই সাথে ডিজিটাল পদ্ধতিতে বিতর্ক টিম নির্ধারণ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল নগরীর জিইসি মোড়স্থ এক রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অতিথি ছিলেন অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, চট্টগ্রাম মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য বৃজেট ডায়েস, দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সংগঠক মাসুদ বকুল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের সহ সভাপতি শহিদুল ইসলাম, সহ সভাপতি সাবের শাহ, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার, মুজিবুল হক। এ মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভিন্ন স্কুল কলেজের ৩০ জন শিক্ষক অংশ নেন। এতে অধ্যক্ষ আবু তালেব বেলাল বলেন, শিক্ষার্থীদের মনোবল তৈরিতে বিতর্ক অন্যতম ভূমিকা রাখে। বিতর্ক শিক্ষার্থীদের যুক্তির মাধ্যমে যেকোন কিছু বিচার করতে শিখে। বিতর্ক শিক্ষার্থীদের সাহসী ও মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে সাহায্য করে। বিতর্ক কেবল বক্তৃতার দক্ষতা বাড়ায় না, এটি চিন্তা, বিশ্লেষণ ও সত্য অনুসন্ধানের মানসিকতা গড়ে তোলে, যা একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় সম্পদ। বিজ্ঞপ্তি