কাল কানু শাহের আষাঢ় বিষু ও ষান্মাসিক ওরশ

6

অলিকূলের শিরোমনি বেলায়তের সম্রাট, ৩৬ বছর বনবাসী সাধক মহাকবি ও ইসলামি দার্শনিক আল্লামা হযরত শাহ সুফী আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ) এর জাহেরি নির্দেশিত আষাঢ় বিষু ও ষান্মাসিক ওরশ মোবারক আগামী কাল মঙ্গলবার আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে ওষখাইন রজায়ী দরবার শরীফের রজায়ী বিশ্ব নূর মঞ্জিলে অনুষ্ঠিত হবে।
আষাঢ় বিষু ও ষান্মাসিক ওরশ মোবারকের কর্মসূচি মধ্যে রয়েছে- বাদে ফজর খতমে কোরআন, বাদে যোহর রওজা শরীফে পুষ্প মাল্যদান, বাদে মাগরিব ইসমে আজম বাদে এশা খতমে খাজেগান, দেশ বরেণ্য আলেমগণের তকরীর, জিকিরে ছেমা, আখেরি মুনাজাত এবং তবারক বিতরণ।
ওরশে মোনাজাত পরিচালনা করবেন দরবারের সাজ্জাদানশীন পীরজাদা মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী।
এতে দরবারের সকল ভক্ত মুরিদানবৃন্দকে পীরজাদা নাঈম উদ্দীন রজায়ী ও শাহজাদা ইমাম উদ্দীন রজায়ী আমন্ত্রণ জানিয়েছেন। বিজ্ঞপ্তি