কাল কাগতিয়ার হুজুর বায়েজীদ গাউছুল আজম শরীফে আসছেন

57

কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আগামীকাল সোমবার সকাল ১১ টায় নগরীর বায়েজীদস্থ গাউছুল আজম সিটি, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স এ তশরীফ আনবেন। তিনি বেলা সোয়া একটায় যোহরের নামাজে ইমামতি করবেন।
নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে তিনি মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন। এতে সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের রুহানী ফয়েজ হাসিল করার জন্য মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। খবর বিজ্ঞপ্তির