নিজস্ব প্রতিবেদক
কর্ণফুলী নদীর ওপর কালুরঘাটে রেল ও সড়ক সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১৪ মে সেতুটির ভিত্তি স্থাপন উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে কালুরঘাট সেতু এলাকা পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা কালুরঘাট সেতু এলাকা, জানালীহাট, বোয়ালখালীর গোমদন্ডী এলাকা পরিদর্শন করেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন পূর্বদেশকে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন। এ উপলক্ষে কালুরঘাটের কোন স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা যায় তা পরিদর্শন করেছি। কয়েকটি স্থান বিবেচনায় নিয়ে আমরা এগোচ্ছি। নিরাপত্তাসহ সবকিছু বিবেচনায় নিয়ে একটি স্থানকে চ‚ড়ান্ত করা হবে।প্রসঙ্গত, আগামী ১৪ মে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আসবেন প্রধান উপদেষ্টা। একই দিনে চট্টগ্রামের বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।