কালুরঘাট সেতু নির্মাণ কাজের উদ্বোধনকে ঘিরে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে এ দাবিতে আন্দোলনকারী সংগঠন হচ্ছে চট্টগ্রাম নাগরিক ফোরাম। সংগঠনের মহাসচিব সাংবাদিক মো. কামাল উদ্দিন লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান এবং একই সাথে সেতু নির্মাণ সুনিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উত্থাপন করেন। তিনি সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চট্টগ্রামে আসছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তাঁর আগমন শুধু একটি সেতুর সূচনা নয়, বরং চট্টগ্রামে সম্ভাবনার দ্বার খুলে দেয়ার বার্তা বহন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গবেষক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, লেখক মো. কামরুল ইসলাম, লায়ন আসিফ আহমেদ মিদা, একে এম ওসমান গনি, মাষ্টার আবুল হোসেন, সেলিম উল্লাহ চৌধুরী, মোহাম্মদ আকতার হোসেন নিজামী, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, লায়ন সমীরণ বড়ুয়া, মোহাম্মদ নুর প্রমুখ। বিজ্ঞপ্তি