কালাপানিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নতুন কমিটি ঘোষণা

0

কালাপানিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ চট্টগ্রাম নগরীর হলিশহরস্থ একটি কমিউনিটি সেন্টারে গত ৮ এপ্রিল বিশেষ সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের সদস্য শাহেদ সারোয়ার ফয়সাল। পরিষদের সাধারণ সম্পাদক মো. রেফায়েত হোসেনের সঞ্চালনায় সভাপতিত্বে করেন পরিষদের সভাপতি মাষ্টার মোহাং ফয়েজ উল্যা। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি মো. সামছুল আজম। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার মো. শফিউল আজম। সাধারণ সম্পাদক মো. রেফায়েত হোসেনের ২০২৩ ও ২০২৪ আয় ব্যায়ের হিসাব বিবরণী পেশ করেন। ২০২৩ ও ২০২৪ সালের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় গঠনতন্ত্রের আলোকে গঠিত বাছাই কমিটির সদস্য সচিব মাস্টার মোহাং ফয়েজ উল্যা বাছাই কমিটির পক্ষে নতুন কমিটি ঘোষণা করেন। এতে পরবর্তী ২০২৫ ও ২০২৬ সালের জন্য মো. রফিকুল ইসলাম ভূঁইয়া হেলাল সিআইপি সভাপতি এবং মো. রেফায়েত হোসেন সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়। বিজ্ঞপ্তি