কার উল্টে ফেটে গেল ওয়াসার পাইপ

0

হাটহাজারী প্রতিনিধি

ঘড়ির কাটায় তখন ভোর সাড়ে ৬টা। এ সময় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার উলটে ওয়াসার পাইপের ওপর পড়ে। এতে পাইপলাইনটি ফেটে পানিতে তলিয়ে যায় সড়ক-আশপাশের অলিগলি। পানি ঢুকে পড়ে দোকানপাট ও মার্কেট।
গতকাল শনিবার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মদনা ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আশরাফ উদ্দিন খাঁন জানান, ঘটনাস্থল থেকে কারটি (চট্টমেট্রো-গ ১২-২৩২০) জব্দ করা হয়েছে।
পাইপলাইনটি ফেটে যাওয়ায় ওই সড়ক ব্যবহারকারী পথচারী ও স্থানীয় জনসাধারণ চরম ভোগান্তি পোহাচ্ছেন। পাশাপাশি যান চলাচলে বিঘ্ন ঘটে বলে জানান উপজেলার শিকারপুর ইউনিয়নের মোহাম্মদ লোকমান হাকিম।
তিনি জানান, রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর থেকে ওয়াসার একটি পাইপ হাটহাজারী উপজেলাধীন চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নজুমিয়ার হাট শেখ মার্কেটের সামনে দিয়ে বন্দরনগরীর দিকে গেছে। গতকাল শনিবার ভোরে প্রাইভেট কারটি উলটে ওয়াসার পাইপের ওপর পড়ে। এতে পাইপটি ফেটে তীব্র গতিতে পানি বের হতে থাকে। এ সময় পানির উচ্চতা প্রায় ১০-১৫ ফুটেরও বেশি ছিল। পানি বিদ্যুৎ লাইনের উপর পড়ার কারণে স্থানীয়রা সংযোগ বন্ধ করতে বিদ্যুৎ অফিসকে বিষয়টি অবহিত করে।
খবর পেয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। ফলে উপজেলার শিকারপুর ও বুড়িশ্বর ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এর মধ্যে সকাল ৯টার দিকে ওয়াসা কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত হওয়া পাইপটি মেরামত করে।