শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞান অনুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় ‘পবিত্র শোহাদায়ে কারবালার দর্শন ও আধ্যাত্মিক শিক্ষা’ শীর্ষক মাসিক মহিলা মাহফিল গত ২৮ জুন শনিবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সৈয়দা আকলিমা ফাতেমা ও মাশরেখা সুলতানা মুক্তার সঞ্চালনায় মাহফিলে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মুহাম্মদ আবুল কালাম।
তিনি আহলে বাইতে রাসুল (দ.) এর মর্যাদা ও আত্মত্যাগ পবিত্র কোরআন ও হাদিসের রেফারেন্সের আলোকে তুলে ধরেন। তিনি আরও বলেন, কারবালা কেবল একটি যুদ্ধ নয় এটি ন্যায়বিচার, ঈমান এবং ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কারবালা হচ্ছে সত্য ও মিথ্যার প্রভেদকারী। যেখানে সত্য সেখানে হোসাইন, যেখানে ত্যাগ সেখানেই হুসাইন। আহলে বাইয়াত রাসুল (দ.)’র মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, আসমানের আমানতদার যেমন তারকারাজি তেমনি জমিনের আমানতদার হলেন আহলে বাইয়াত রাসুল (দ.)। আহলে বাইতের ভালোবাসা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ, তাঁদেরকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। যেদিন কোন আহলে বাইয়াত থাকবে না সেদিন দুনিয়াও থাকবে না। আল্লাহ্র প্রিয়ভাজন বান্দারা সর্বাবস্থায় খোদার ইচ্ছাশক্তির উপর নিজেকে সমর্পণ করে দেন। তিনি কারবালার ময়দানে আহলে বাইয়াত পরিবারের মহীয়সী মহিলাদের আত্মত্যাগের গৌরবময় ভূমিকাও তুলে ধরেন।
মাহফিলে কোরআন তেলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসুল (দ.) ও মাইজভান্ডারী কালাম পরিবেশন করেন উম্মে সায়মা সাদিয়া ও নিপা মনি। শুভেচ্ছা বক্তব্য দেন নোয়াপাড়া ডিগ্রী কলেজ, রাউজান এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শেখ বিবি কাউসার। দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্র শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি