কামাল উদ্দীন মজিদীর স্মরণসভা ও মাহফিল

68

দরবারে আলিয়া গারাঙ্গীয়ার বড় হুজুর কেবলা (রহ.) এর খলিফা চট্টগ্রাম পাঠানঠুলি খানাকায়ে আলিয়া মোহাম্মদিয়ার প্রতিষ্ঠাতা পীরে তরিকত হযরত শাহ সুফি মাওলানা মোহাম্মদ কামাল উদ্দীন মজিদী (রহ.)-এর স্মরণসভা ও দোয়া মাহফিল গত ১৯ ডিসেম্বর খানাকা শরীফে রাতে অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন শাহজাদা মৌলানা কাজী এবিএম মহিব বুল্লাহ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও দরবারে গারাঙ্গীয়ার খলিফা অধ্যাপক ড. এনামুল হক মোজাদ্দেদী। হুজুর কেবলার স্মৃতিচারণ করে আলোচনায় অংশ নেন গারাঙ্গীয়া দরবারের খলিফা শাহ সুফি আবদুস সালাম রশিদী, হাফেজ মৌলানা আরিফ উল্লাহ, মৌলানা আবু তৈয়ব, দরবারে ফারুকী ইংল্যান্ডের খলিফা মৌলানা মোজাহেরুল কাদের ফারুকী, মাহফিলে শোকগাথা কবিতা পাঠ করেন হাফেজ নুরুল কবির পরে মিলাদুন নবী (সা.) ও দোয়ার মাধ্যমে মাহফিল শেষ হয়। বিজ্ঞপ্তি