৬০ লাখেরও বেশি মানুষের শহর আফগানিস্তানের রাজধানী কাবুল, দ্রæত এগিয়ে যাচ্ছে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে। একটি সাম্প্রতিক আন্তর্জাতিক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে কাবুল হতে পারে আধুনিক বিশ্বের প্রথম পানি শূন্য নগরী।
মার্সি কর্পস-এর প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকে কাবুলের ভূগর্ভস্থ পানির স্তর ২৫ থেকে ৩০ মিটার পর্যন্ত নেমে গেছে। এর কারণ হিসেবে উঠে এসেছে অতিরিক্ত পানি উত্তোলন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং প্রশাসনিক ব্যর্থতা। প্রতিবছর প্রাকৃতিকভাবে ভূগর্ভস্থ যে পরিমাণ পানি পুনরায় সঞ্চিত হওয়ার কথা, তার চেয়ে প্রায় ৪৪ মিলিয়ন ঘনমিটার বেশি পানি উত্তোলন করা হচ্ছে কাবুলে।
শহরটিতে প্রায় ৫০ শতাংশ বোরওয়েল এখন পুরোপুরি শুকিয়ে গেছে এবং যেসব উৎস এখনো কিছুটা পানি দিচ্ছে, তার ৮০ শতাংশই দূষিত—মিশে আছে নোংরা পানি, আর্সেনিক ও লবণাক্ততা।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টি কমে গেছে, আগাম তুষার গলা এবং খরা ক্রমাগত তীব্র হচ্ছে। ২০০১ সালে যেখানে শহরের জনসংখ্যা ছিল ১০ লাখের নিচে, বর্তমানে তা ৬০ লাখ ছাড়িয়েছে, যা চাপ বাড়িয়েছে পানির উৎসের ওপর।