কাপ্তাই হ্রদ দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় উদ্বেগ

1

রাঙামাটি প্রতিনিধি

দীর্ঘদিন রাঙামাটির কাপ্তাই হ্রদ ড্রেজিং না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, বিগত সময়ে যে সরকার ক্ষমতায় থাকুক না কেনো, রাঙামাটি কাপ্তাই হ্রদ একটু খনন কারতে পারবে না, এমন কোনো পরিস্থিতি ছিল না।
গতকাল সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কাপ্তাই হ্রদের স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, যদি কাপ্তাই হ্রদ খনন করার মতো পরিস্থিতি না থাকে, তাহলে বুঝতে হবে দেশ কতো খারাপ অবস্থায় ছিল। মানুষের বেঁচে থাকার মতো কোন অবস্থায় ছিল না। ছাত্র আন্দোলন করে যেভাবে ফ্যাসিস্ট অপসারণ করা হয়েছিল। ঠিক সেভাবে অধিকার আদায় করে নিতে হবে। শেষ সময়ে রাঙামাটি কাপ্তাই হ্রদ নিয়ে নীতি নির্ধারক পর্যায়ে কিছু পরিবর্তন করার আশ্বাস দেন তিনি।
সভায় বিএফডিসি ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে দ্ব›দ্ব, নাবত্য সংকটে কাপ্তাই হ্রদের সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা, হ্রদ ড্রেজিং এর জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের আলোচনা, কাপ্তাই হ্রদ থেকে মাছ বিলুপ্তির কারণ, মৎস্য আহরণ বন্ধের সময় স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততায় তদারকি বৃদ্ধি, রাঙামাটিতে মাত্র ৮ জন নৌ-পুলিশ দিয়ে পুরো জেলার কার্যক্রম পরিচালনার সমস্যার মত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের বিএফডিসি’র চেয়ারম্যান ফারহা শাম্মি বলেন, আমরা সকল স্টেক হোল্ডারদের কথা শুনছি। সবাই ভালো ভালো মতমত দিয়েছেন। আমরা কাপ্তাই হ্রদ নিয়ে বড় ধরনের পরিকল্পনা হাতে নেব। রাঙামাটি বিএফডিসি’র সমস্যাসমূহ ও মাছ ব্যবসায়ী এবং জেলেদের সমস্যার কথা শুনেছি। সবগুলো বিষয় ধাপে ধাপে সমাধানের চেষ্টা করবো তবে আপনাদের সহযোগিতা লাগবে।
তিন দিনের সরকারি সফরের প্রথম দিন অর্থাৎ গত রবিবার তিনি রাঙামাটি কাপ্তাই লেক মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, কাপ্তাই লেকের বিভিন্ন উপকেন্দ্র, অভয়াশ্রম ও বিএফডিসির গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। গতকাল সোমবার দ্বিতীয় দিনে এসে তিনি এই মতবিনিময় সভায় অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটির বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন, মো. রুহুল আমিন, সিভিল সার্জন ড. নুয়েন খীসা, জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।