রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদ থেকে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার ভোরে মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এ জেলে কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। তিনি লংগদুর ঝর্নাটিলা গ্রামের মো. হানিফের ছেলে।
সাদ্দাম সারাদিন বাড়ি না ফেরায় স্বজন ও প্রতিবেশীরা তার খোঁজ করেন। এক পর্যায়ে ঝর্নাটিলার সামনে কাপ্তাই হ্রদে মাছ ধরার নৌকা, জুতা ও রশি পান।
স্থানীয়রা জানান, সাদ্দামকে না পাওয়ায় স্বজনদের সন্দেহ হয়। তাকে খোঁজ করার এক পর্যায়ে বিকাল ৪টার দিকে হ্রদের পানির নিচে মাটিভর্তি বস্তার সাথে বাঁধা অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
লংগদু থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিক মৃত্যুর রহস্য জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।